জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৯৩৮ জন
![]()
নিউজ ডেস্ক
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) জয়পুরহাট জেলার ক্ষেতলাল মডেল পাইলট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।
বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ৯৩৮ জন স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্পে মেডিসিন, শিশু, প্রসূতি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

এক সেনা কর্মকর্তা জানান, “মানবিক সহায়তার অংশ হিসেবে আমরা শুধু দেশের সুরক্ষায় নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাজশাহী বিভাগজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও প্রসারিত করা হবে।”
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ প্রমাণ করে, তারা শুধু সীমান্তে নয়, মানুষের দুর্দিনে সর্বত্র আস্থার প্রতীক হয়ে পাশে আছে এবং থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।