আলীকদমে ভূমি বিরোধের জেরে বৌদ্ধ মূর্তি ভাঙচুর: সমাধানের প্রচেষ্টা সেনাবাহিনীর

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে নির্মাণাধীন একটি বৌদ্ধ মূর্তিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল ২১ মে ২০২৫, বুধবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মূর্তিটির দুটি হাতের আংশিক অংশ এবং আসন ভেঙে ফেলা হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী সক্রিয় হয়ে তদন্ত ও নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে।
জানা গেছে, মারাইংতং পাহাড়টি আলীকদম উপজেলার তৈন মৌজা (নং ২৮৭) এবং লামা উপজেলার সাঙ্গু মৌজা (নং ২৮৫)-র সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে সাঙ্গু মৌজার হেডম্যান চাংপাত মো ওই এলাকায় একটি রিসোর্ট নির্মাণের কাজ শুরু করেন। তবে মন্দির কর্তৃপক্ষের আপত্তির মুখে রিসোর্টটি ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর থেকেই মন্দির কর্তৃপক্ষ এবং রিসোর্ট মালিকের মধ্যে বিরোধ চলছিল। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘সাংগ্রাই পোয়ে’ উপলক্ষে উভয় পক্ষ সাময়িকভাবে বিরোধ স্থগিত রেখেছিল।
এ ঘটনার প্রেক্ষিতে আলীকদম সেনা জোন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয় এবং বিরোধ মীমাংসায় সিভিল প্রশাসনকে আহ্বান জানায়। সেনা জোনের উদ্যোগে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন মৌজার হেডম্যানগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধ সমাধানের প্রচেষ্টা চালিয়ে আসছেন।
ভাঙচুরের ঘটনার পরদিন আ বৃহস্পতিবার (২২ মে) সকালে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তিনি বৌদ্ধ মূর্তির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে অবহিত হন।
তিনি বলেন, “এ ধরনের নিন্দনীয় ঘটনার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি বেসামরিক প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান যাতে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করতে পারে।
এছাড়া, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।