দীঘিনালার নয়মাইলে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

দীঘিনালার নয়মাইলে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকার দুর্গম ত্রিপুরা পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দীঘিনালা সেনা জোনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক  দিকনির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, “এই দুর্গম অঞ্চলের মানুষ বিশেষ করে শিশু ও বয়স্করা নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে। সেনাবাহিনী সেই দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয়দের মধ্যে ছিল স্বস্তির ছাপ। ৭০ বছর বয়সী বিমলা দেবী ত্রিপুরা বলেন, “আমার শরীরে অনেক ব্যথা ও বুক জ্বালাপোড়া হচ্ছিল। সেনাবাহিনীর ডাক্তার খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং ওষুধ দিয়েছেন। আমরা খুব উপকার পেয়েছি।”

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনে বড় পরিবর্তন আনছে। এতে শুধু শারীরিক সুস্থতাই নয়, সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসাও দিনদিন গভীর হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।