বগুড়ায় সেনাবাহিনীর পক্ষ হতে ফ্রি চিকিৎসা সেবা পেলেন হাজারের বেশি মানুষ

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে মোট ১,০১০ জন স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। মেডিসিন, গাইনী, চর্মরোগ ও চক্ষুরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী সেবা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পের সূত্রে জানা গেছে, চক্ষুরোগে আক্রান্ত ১৭ জন রোগীকে ছানি অপারেশনের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ তালিকাভুক্ত করা হয়েছে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়া হবে।
এই সেবা কার্যক্রমটি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে থাকা ১১১ পদাতিক ব্রিগেড।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে জনসাধারণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ও মানবিক সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।