বরকলে বিজিবির অভিযানে ৫১ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা এলাকায় অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ মে) সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহল দল ছোটহরিণা বাজারঘাট এলাকায় চেকপোস্টের সামনে অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক নৌকা তল্লাশি করে ৫১.৫১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নৌকার মাঝি নৌকা রেখে পালিয়ে যায়।
ছোট হরিণা জোন (১২ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।