নাটোরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

নাটোরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

নাটোরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে নাটোর জেলার দীঘাপতিয়া এম. কে. কলেজে আজ শনিবার (২৪ মে) দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে মোট ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

নাটোরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

এই মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, গাইনি ও সার্জিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্থানীয় জনসাধারণকে সেবা প্রদান করেন। চিকিৎসা গ্রহণকারী রোগীদের মধ্যে মেডিসিন বিভাগে ৩৩০ জন, সার্জিক্যাল বিভাগে ৫০৪ জন, গাইনি বিভাগে ১৮১ জন এবং শিশু বিভাগে ১৬৭ জন রোগী ছিলেন।

সেনাবাহিনীর এ সেবামূলক কার্যক্রম শুধু নাটোরেই সীমাবদ্ধ নয়, বরং রাজশাহী বিভাগের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নাটোরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: ১১৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

এ সম্পর্কে সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, “আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। চিকিৎসা সেবার মতো মৌলিক চাহিদা পূরণে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী শুধু জাতীয় নিরাপত্তায় নয়, বরং দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।