পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে জাল নোট তৈরির কারখানা ধ্বংস, একজন গ্রেফতার

পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে জাল নোট তৈরির কারখানা ধ্বংস, একজন গ্রেফতার

পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে জাল নোট তৈরির কারখানা ধ্বংস, একজন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে জাল নোট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ প্রস্তুত সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর কাফরুল সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল নোট প্রস্তুতের একটি আস্ত কারখানার সন্ধান মেলে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করা হয়, যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বাজারে এই জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিলো অভিযুক্তদের। ঈদের বাজারে পণ্যের লেনদেনে বিভ্রান্তি ও সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছিল।

পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে জাল নোট তৈরির কারখানা ধ্বংস, একজন গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে তারা সর্বদা তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সকল নাগরিককে অনুরোধ করেছে, কেউ যদি এমন কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে অবগত হন, তবে যেন তা নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করেন।

ঈদকে সামনে রেখে বাজারে প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে সেনাবাহিনীর এ অভিযান রাজধানীর জনসাধারণের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে। প্রশাসনের তৎপরতা অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।