কেএনএফ আতঙ্কে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়কে ঘরে ফেরার আহ্বান সেনাবাহিনীর
 
                 
‘নিরাপদে ফিরে আসুন, সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা দেবে’ — ব্রিগেডিয়ার জেনারেল রাকিব
নিউজ ডেস্ক
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, রুমা উপজেলা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ভয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের মানুষদের নিজ ঘরে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, “ইতোমধ্যে মিজোরামসহ সীমান্তের ওপার থেকে দুই শতাধিক বম পরিবার তাদের নিজ বসতভিটায় ফিরে এসেছে। তারা এখন সম্পূর্ণ নিরাপদে, স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। তাদের পরিবার ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে পারছে। সেনাবাহিনী তাদের সব ধরনের সহযোগিতা করছে।”

এসময় তিনি আরও বলেন, “যারা এখনো ফিরে আসেননি, তাদের দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করছি। সেনাবাহিনী তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে ব্রিগেড কমান্ডার বলেন, “চাঁদাবাজি, খুন, রাহাজানি কিংবা অন্য কোনো ন্যায়ভ্রষ্ট কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এসব বিষয়ে তথ্য দিয়ে সাংবাদিকদের অতীতের মতোই সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রিগেড সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমান, ক্যাপ্টেন ইরফান, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নাসিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ।
