ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ৩৬ জনের মৃত্যু!
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এরইমধ্যে ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে সিকিম ও আসামে।
চলমান বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্ব ভারতের সবগুলো রাজ্যেই বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ধসে ভেঙে পড়েছে পর্যটন ব্যবস্থা। বহু পর্যটক আটকা পড়েছেন। হতাহত হওয়ারও খবর মিলছে।
ভূমিধসে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যের ১৯টি জেলা কম-বেশি বন্যা কবলিত। সতকর্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন।
বর্ষার এই সময় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় থাকে সিকিমে। তবে পাহাড়ি ঢল ও ধসের জেরে প্রায় সবগুলো জাতীয় সড়ক বন্ধ রয়েছে। কিছু রাস্তা দিয়ে এখনো যান চলাচল অব্যাহত থাকলেও, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন অনেকেই।
শঙ্কার বিষয়, এখনো ব্রহ্মপুত্র, বরাক ও কপিলি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণের ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।