বাতিলের পথে আসামের নাগরিকপঞ্জি, নতুন করে সারা ভারতে এনআরসি হবে- অমিত শাহ - Southeast Asia Journal

বাতিলের পথে আসামের নাগরিকপঞ্জি, নতুন করে সারা ভারতে এনআরসি হবে- অমিত শাহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবশেষে নানা সমালোচনার বোঝা মাথায় নিয়ে বাতিল হতে যাচ্ছে আসামের জাতীয় নাগরিকপঞ্জি তালিকা (এনআরসি)। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার
ভারতের রাজ্যসভায় এমন ইঙ্গিত দিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গোটা দেশের সঙ্গেই আসামে নতুন করে এনআরসি হবে। আর আসামের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন রাজ্যে হওয়া এনআরসি পুরোপুরি বাতিল করে সারা দেশের সঙ্গে আসামেও নতুন করে এনআরসি করা হোক।

মূলত আসামে সরকার কর্তৃক প্রণীত নাগরিকপঞ্জি বা এনআরসিতে বেশির ভাগ হিন্দুদের নাম বাদ পড়ায় বিজেপির ভোট ব্যাংকে বিরূপ প্রভাব পড়ছে বলে শীর্ষ নেতৃত্বকে জানায় আসাম বিজেপি। এই পরিস্থিতি সামাল দেওয়া ও এনআরসি নিয়ে ইতিমধ্যে চলমান বিতর্কের অবসান ঘটাতেই পুরাতন তালিকা বাতিল করে সারাদেশের সাথে আসামে নতুন করে এনআরসি হবে বলে জানিয়েছেন অমিত শাহ। তবে অমিত শাহের বক্তব্যকে স্বাগত জানিয়েছে এনআরসি বাতিল চেয়ে আদালতে দায়ের করা মামলার মূল আবেদনকারী আসাম পাবলিক ওয়ার্কস। পাশাপাশি তারা দাবি তুলেছেন, টানা ছয় বছর ধরে আসামে প্রণীত এনআরসি ১৬’শ কোটি টাকা ব্যায়ের হিসাবও খতিয়ে দেখা হোক।

এদিকে ভারতের বেশ কয়েকটি বিরোধী দল এবার সরাসরি এনআরসি নিয়ে কথা বলতে শুরু করেছেন। তাদের দাবি, এনআরসি’তে হিন্দুরা বাদ যাচ্ছেন বলে যে প্রচার শুরু হয়েছে তা আটকাতেই ১৬’শ কোটি টাকা জলাঞ্জলি দিতে চান বিজেপি নেতৃত্ব। তাদের প্রশ্ন, “সুপ্রিম কোর্টের নির্দেশে করা তালিকা এভাবে বাতিল করা কি শীর্ষ আদালতের অবমাননা নয়?”

এর আগে, ছয় বছরের পরিশ্রম ও ১৬’শ কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের নজরদারিতে হওয়া আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি)র চূড়ান্ত তালিকায় বাদ পড়ে ১৯ লাখ মানুষ। এদের মধ্যে অন্তত ১৩ থেকে ১৪ লাখই হিন্দু। তালিকা প্রকাশ হতেই অস্বস্তিতে পড়ে দল বিজেপি। ঐ এনআরসি সঠিক নয় বলেও বিতর্ক শুরু হয় গোটা ভারতজুড়ে।