করল্যাছড়ি বাজারে সরকারি চাল মজুদের অভিযোগে সেনা অভিযান, তিন দোকানিকে অর্থদণ্ড

করল্যাছড়ি বাজারে সরকারি চাল মজুদের অভিযোগে সেনা অভিযান, তিন দোকানিকে অর্থদণ্ড

করল্যাছড়ি বাজারে সরকারি চাল মজুদের অভিযোগে সেনা অভিযান, তিন দোকানিকে অর্থদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারে অবৈধভাবে সরকারি খাদ্য গুদামের চাল মজুদের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে তিনটি মুদি দোকান থেকে প্রায় ১৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন করল্যাছড়ি সাব জোনের কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমান। এই অভিযান পরিচালিত হয় লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ এসপিপি, পিএসসি’র নির্দেশনায়।

অভিযান শেষে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে শামীম স্টোর, ইউসুফ স্টোর ও বিল্লাল স্টোর নামের তিনটি দোকান থেকে সরকারী বিতরণ কার্যক্রমের চাল জব্দ করা হয়। দোকানগুলোর মালিক মো. আব্দুল মালেক ও মো. হামিদ মিয়াকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে দণ্ড দেওয়া হয়।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে কাপ্তাই লেক হয়ে পাচারের সময় আরও ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। জব্দকৃত চালগুলো পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেয় মাইনী জোনের সেনাবাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ জানান, “যাদের দোকান থেকে সরকারি মালামাল পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে দোকান সিলগালা করে কারাদণ্ড দেওয়া হবে।”

উল্লেখ্য, গত মে মাসেও লংগদু উপজেলার মাইনিমুখ বাজারে সরকারি চাল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছিল।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “এ ধরনের অপরাধে জড়িত প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সকলকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed