যামিনীপাড়া জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকারভোগী ২৭০ জন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ জুন)সকালে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এর নির্দেশনায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় লাইফু কুমার কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পেইনে উত্তর-পশ্চিম কেয়াপাড়া, পংপাড়া, মুসলিমপাড়া, ইসলামপুর ও হাসানটিলা এলাকার পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, সর্বমোট ২৭০ জন রোগী—এর মধ্যে ১৬৮ জন পাহাড়ি এবং ১০২ জন বাঙ্গালি—এই সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা প্রদান করেন যামিনীপাড়া ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. মেজর মাসুম রানা।
চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা বিজিবি জোনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, “দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনায় রেখে আমরা এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছি। ভবিষ্যতেও আমাদের এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।