বগুড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অপহৃত অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্ধার

বগুড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অপহৃত অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্ধার

বগুড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অপহৃত অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়া সদর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের অপহরণের ঘটনায় সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বিত ও দ্রুত অভিযানে অপহৃত ব্যক্তি নিরাপদে উদ্ধার হয়েছেন। কমরউদ্দিন সরকারি কলেজের সাবেক প্রভাষক গোলাম রব্বানীকে কামারপাড়া এলাকা থেকে অপহরণ করে একটি চক্র, যারা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় বগুড়া সদর সেনা ক্যাম্প এবং র‍্যাবের যৌথ টহল দল কামারপাড়া এলাকায় অভিযান চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায় এবং ভিকটিমকে ফেলে যায়। ফলে গোলাম রব্বানী অক্ষত অবস্থায় উদ্ধার হন এবং বর্তমানে তিনি নিজ বাড়িতে নিরাপদে রয়েছেন।

অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও র‍্যাবের কৌশলগত সমন্বয় ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে যৌথ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।