কুমিল্লায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে শিমুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি পাইপ গান, ৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, ৩টি ককটেল বোমা এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সকল নাগরিককে আশপাশে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।