বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার ও বিদায় সংবর্ধনা দিল পিসিসিপি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার ও বিদায় সংবর্ধনা দিল পিসিসিপি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার ও বিদায় সংবর্ধনা দিল পিসিসিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে এইচএসসি-২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার এবং বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় বান্দরবান মুসাফির পার্ক সংলগ্ন সাঙ্গু বিলাস ছাত্রাবাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, বান্দরবান সরকারি মহিলা কলেজ ইউনিট সভাপতি রুমি সেন, সদর উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার ও বিদায় সংবর্ধনা দিল পিসিসিপি

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে যদি কোটা ব্যবস্থা বহাল রাখতে হয়, তাহলে তা সকল জনগোষ্ঠীর মধ্যে সমবন্টনের ভিত্তিতে হওয়া উচিত। সবচেয়ে বৈষম্যমূলক বাস্তবতা হলো, একই পাহাড়ে বসবাস করলেও পার্বত্য বাঙ্গালি জনগোষ্ঠী কোটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা শিক্ষা, চাকরি, অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক দিয়ে ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছে। অথচ জনসংখ্যার অর্ধেকের বেশি হয়েও পরিসংখ্যানগতভাবে বাঙ্গালিরা পার্বত্য চট্টগ্রামে অবহেলিত ও প্রান্তিক নাগরিক হিসেবে রয়ে গেছে।”

বক্তারা আরও উল্লেখ করেন, “উপজাতিদের মধ্যেও মাত্র ২-৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এককভাবে কোটা সুবিধা ভোগ করছে, যা শুধু জাতিগত বৈষম্যই নয়, বরং একটি বিশাল জনগোষ্ঠীকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টনের নীতির পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে।”

আলোচনা শেষে প্রায় ৭০ জন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি ছাত্রদের ক্ষমতায়নে পিসিসিপির এই ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।