দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮০

দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮০

দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: এক সপ্তাহে গ্রেফতার ৩৮০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এক সপ্তাহে মোট ৩৮০ জন অপরাধীকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন এবং স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ এসব যৌথ অভিযান পরিচালনা করে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত এসব অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, টিকিট কালোবাজারি, অবৈধ দখলদার, ডাকাত দলের সদস্য, শিশু খাদ্যে ভেজাল মেশানো চক্র, মরা মুরগির ব্যবসায়ী, অবৈধ বালি উত্তোলনকারী এবং ক্লিনিক ব্যবসার নামে প্রতারণায় জড়িতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট হতে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৭টি বিভিন্ন ধরনের গুলি, ১৫টি ককটেল বোমা, গানপাউডার, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, চোরাই মালামাল, মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে নিরাপত্তা প্রদান, অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহলের পাশাপাশি এসব অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘটিত বিচ্ছিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর এই সক্রিয় পদক্ষেপ জনমনে স্বস্তি ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।