কুমিল্লা সদরে সেনা অভিযানে অবৈধ অস্ত্রসহ এক জন গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকার নাজির মসজিদ রোডে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ খোকন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ ভোর আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর একটি টহল দল। অভিযানের সময় গ্রেফতার ব্যক্তির কাছ থেকে একটি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। সেনাবাহিনী জনগণকে অনুরোধ জানিয়েছে, যেকোনো ধরনের সন্দেহজনক ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।