শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় ৭৯টি মোবাইল ফোনসহ চীনা নারী আটক
![]()
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় একটি সম্ভাব্য বড় ধরনের চোরাচালান অপচেষ্টা ভেস্তে গেছে। শুক্রবার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ পয়েন্ট এলাকায় আনসার সদস্যরা এক চীনা নারী যাত্রীর কাছ থেকে ৭৯টি মোবাইল ফোন উদ্ধার করেন।
আনসার সূত্রে জানা গেছে, ঘটনার শুরুতে ওই শিফটের ইনচার্জ পিসি মো. রবিউল ইসলাম দায়িত্বরত অবস্থায় চীনা নারী যাত্রী Xuhui Zhong–এর (পাসপোর্ট নম্বর EP2320166) আচরণে সন্দেহ প্রকাশ করেন। তিনি লক্ষ্য করেন, আনসার সদস্যের উপস্থিতি টের পেয়ে নারীটি হঠাৎ করেই দ্রুত গতিতে রো-ডি সংলগ্ন ওয়াশরুমের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে তিনি নারী আনসার সদস্য মোছা. শাহানাজ বেগমকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে ধাওয়া করে নিরাপদে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আনসার সদস্যরা তল্লাশি চালিয়ে ওই নারীর হ্যান্ডব্যাগ ও শরীর থেকে মোট ৭৯টি মোবাইল ফোন উদ্ধার করেন, যেগুলো চোরাচালানের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মোবাইল ফোন এবং নারী যাত্রীকে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে এভিয়েশন সিকিউরিটি (AVSEC)-এর উপস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ অভিযানে আনসার সদস্যদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্বপূর্ণ আচরণ বড় ধরনের একটি অপরাধ প্রতিরোধে সহায়ক হয়েছে। বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন দায়িত্বশীল ও সাহসী ভূমিকা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যরা বিগত বছরগুলোতে একাধিক সফল অভিযান পরিচালনা করে চলেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।