৩ মাস পর নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

৩ মাস পর নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

৩ মাস পর নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ ৩ মাস পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ১১ এপ্রিল মহেশপুরের পলিয়ানপুর এলাকায় বিএসএফ বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামকে পিটিয়ে হত্যা করে। পরে ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে ওই যুবকের পরিবার বিজিবিসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। বিজিবি একাধিকবার পতাকা বৈঠক এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পর গত ৩ জুলাই ভারতীয় পুলিশ নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তরের সম্মতি দেয়। সবশেষ আজ ৫ জুলাই দুপুরে ভারতীয় পুলিশের দায়িত্বরতরা বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ওয়াসিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।