সেনাবাহিনী প্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর মান্যবর সেক্রেটারি প্রফেসর হালুক গোরগুন।

আজ মঙ্গলবার সকালে সেনা সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীরতর করার বিষয় নিয়ে আলোচনা করেন। মান্যবর সেক্রেটারি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং সম্ভাব্য যৌথ প্রকল্প ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেনাবাহিনী প্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি ও অভিজ্ঞতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে আধুনিক যুদ্ধসরঞ্জাম নির্মাণ ও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে অগ্রগতি অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।