বিমান বাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিবের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর সঙ্গে আজ তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন সৌজন্য সাক্ষাৎ করেন।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ উপলক্ষে বাংলাদেশ সফর করছে। সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামরিক সহযোগিতা জোরদার, কারিগরি সহায়তা ও প্রযুক্তি বিনিময় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত রামিস সেন-ও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করা হয় এবং সম্ভাব্য প্রকল্পসমূহ নিয়ে মতবিনিময় হয়।
তুরস্কের এই প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।