খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষ থেকে বেনামি প্রায় ৯ লাখ টাকা উদ্ধার

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষ থেকে বেনামি প্রায় ৯ লাখ টাকা উদ্ধার

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষ থেকে বেনামি প্রায় ৯ লাখ টাকা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সদ্য দায়িত্বচ্যুত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার ব্যক্তিগত কক্ষের একটি গোপন ড্রয়ার থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে পরিষদের এক কর্মচারী ড্রয়ারটি খুলে ওই বিপুল পরিমাণ নগদ অর্থ দেখতে পেয়ে বিষয়টি পরিষদের কর্মকর্তাদের অবহিত করেন। পরে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টাকাগুলো জব্দ করা হয়।

দুর্নীতি ও অসদাচরণ: খাগড়াছড়ির পাজেপ চেয়ারম্যান জিরুনাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

ঘটনার বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, “জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে বেনামি এই পরিমাণ নগদ অর্থ রাখার কোনো বিধান নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জিরুনার বিরুদ্ধে প্রকল্পের বরাদ্দের ১০ শতাংশ ঘুষ দাবির অভিযোগ, দুদকে লিখিত আবেদন

নবনিযুক্ত পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষে দীর্ঘদিন ধরে কেউ প্রবেশ করতে পারত না। উদ্ধার হওয়া টাকার উৎস অস্পষ্ট। ইতোমধ্যে এ বিষয়ে জিডি করা হয়েছে এবং টাকা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

প্রসঙ্গত: সদ্য ‘সাময়িক দায়িত্ব থেকে অব্যাহত’ জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগের পর তাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরাকে দায়িত্ব দেয়ার একদিন পরই চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকা উদ্ধারের ঘটনায় জেলা পরিষদজুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি অধিকতর তদন্তের দাবি করছে সংশ্লিষ্ট মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।