গুলিতে নিহতের আড়াই মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

গুলিতে নিহতের আড়াই মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

গুলিতে নিহতের আড়াই মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহতের প্রায় আড়াই মাস পর ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে গোপালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এর আগে গত ২৮ এপ্রিল মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৫৯ বিএসএফের মধুপুর ক্যাম্প ও বাংলাদেশের ৫৮-বিজিবির মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক ওই যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। পতাকা বৈঠকে নিহত ওবাইদুল ইমলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। এরপর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সবশেষ ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করে।

৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রফিকুল আলম তিনি বলেন, পতাকা বৈঠকে ওবাইদুলের মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। পরে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। র্দীঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed