বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর আলীকদম জোন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) আজ বুধবার সকাল স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে।
অনুষ্ঠানে মোট দুই লক্ষ আটানব্বই হাজার তেষট্টি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়, যার মধ্যে ছিল স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা ও তাৎক্ষণিক জরুরি অনুদান।
আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্রছাত্রীদের প্রতিও এই সহায়তা প্রদান করা হয়।
সেনা জোন সূত্রে জানা গেছে, এই ধরনের অনুদান জোনের পক্ষ থেকে নিয়মিতভাবে প্রদান করা হয়, যা পার্বত্য এলাকায় অসহায় জনগোষ্ঠীর সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জোন অধিনায়ক জানান, আলীকদম জোনের আওতাধীন প্রতিটি ক্যাম্পেও এই ধরণের মানবিক ও উন্নয়ন কার্যক্রম নিয়মিত চালু রয়েছে। দুঃস্থদের জন্য মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, আলীকদম সেনা জোন দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।