ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত; আলীকদমে বৌদ্ধবিহারে ভিক্ষু আবাস নির্মাণে আর্থিক সহায়তা সেনাবাহিনীর

ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত; আলীকদমে বৌদ্ধবিহারে ভিক্ষু আবাস নির্মাণে আর্থিক সহায়তা সেনাবাহিনীর

ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত; আলীকদমে বৌদ্ধবিহারে ভিক্ষু আবাস নির্মাণে আর্থিক সহায়তা সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক ধারাবাহিকভাবে গৃহীত মানবিক ও ধর্মীয় সহায়তামূলক কর্মসূচি নতুন মাত্রা পেল।

আজ বুধবার আলীকদম উপজেলার ১ নম্বর পূর্ণবাসন সুরেশ কারবারী পাড়া সাধনা মঞ্জুরী বৌদ্ধবিহারে ভিক্ষু আবাস নির্মাণের জন্য সেনা জোন কর্তৃক তাৎক্ষণিকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনা জোন সূত্রে জানা যায়, এই সহায়তা ধর্মীয় সহনশীলতা এবং আন্তঃসম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে একটি চলমান প্রয়াসের অংশ। জোন কর্তৃপক্ষ বিশ্বাস করে, সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান জানানোই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।

জোন অধিনায়ক জানান, “এই অঞ্চলের জনগণ প্রাকৃতিক নির্ভরশীলতার সঙ্গে সাধারণ জীবনযাপন করে। তাই তাদের ধর্মীয় চর্চা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।”

এছাড়াও সেনা জোনের পক্ষ থেকে নিয়মিতভাবে দুঃস্থ জনগণের মাঝে আর্থিক সহায়তা, চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সহায়তা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্মীয় অবরোধের অভিযোগ যে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর, এই অনুদান সেই প্রচারণার বিরুদ্ধে বাস্তব এক জবাব হিসেবে বিবেচিত হচ্ছে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর মানবিক ভূমিকা দিনদিন আরও স্পষ্ট হয়ে উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed