বিজিবির রামগড় জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সকালে জোন সদরে অনুষ্ঠিত হয়েছে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দায়িত্বপূর্ণ এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা প্রতিরোধে প্রস্তুতি, সীমান্তে ভারতীয় বাহিনীর পুশইন প্রতিরোধে সম্মিলিত সহযোগিতা এবং অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান রোধে স্থানীয়দের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন বিজিবি কর্মকর্তারা।
সভায়, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি বা দুর্ঘটনার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় অতিরিক্ত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও আলোচনায় উঠে আসে।
সভায় রামগড় জোনের উপ-অধিনায়ক, সহকারী পরিচালক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান-কারবারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিরা এলাকার বিভিন্ন সমসাময়িক সমস্যা ও চাহিদা তুলে ধরেন এবং বিজিবির সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, নিয়মিত এই মতবিনিময় সভার মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে আসছে রামগড় জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।