নাটোরে কাকন গ্রুপের ঘাঁটিতে সেনা অভিযান: অস্ত্র, ইয়াবা ও মানুষের খুলি উদ্ধার

নাটোরে কাকন গ্রুপের ঘাঁটিতে সেনা অভিযান: অস্ত্র, ইয়াবা ও মানুষের খুলি উদ্ধার

নাটোরে কাকন গ্রুপের ঘাঁটিতে যৌথ অভিযান: অস্ত্র, ইয়াবা ও মানুষের খুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া চরে কাকন গ্রুপ নামের একটি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে সন্ত্রাসী সংগঠনটির তিন সদস্যকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালায়।

আটককৃতরা হলেন—আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), পিতা মঞ্জুরুল ইসলাম; মেহফুজ হক সোহাগ (৩৯); এবং মোসাম্মৎ রোকেয়া (৫৫), স্বামীর নাম ভাষান।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), একটি ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), একটি ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, ৯ রাউন্ড .২২ মিমি গুলি, এবং সংশ্লিষ্ট এফসিসহ আরও দুই ধরনের আগ্নেয়াস্ত্রের গুলির খোল।

অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ৫টি ফেন্সিডিলের বোতল, ৬ গ্রাম গাঁজা, দুইটি গাঁজার গাছ এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ। জব্দ করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১৭টি রামদা, একটি ফোল্ডিং সুইস নাইফ এবং মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত আরও কিছু সামগ্রী। অভিযানে উদ্ধার হয় নগদ ১২ লাখ ৫৬ হাজার ৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর, ১টি ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং তিনটি চেক বই।

সবচেয়ে আলোচিত বিষয়, অভিযানে একটি মানুষের খুলি উদ্ধার হয়েছে, যা ঘাঁটির নিষিদ্ধ ও ভয়ংকর কার্যকলাপের ইঙ্গিত দেয়। এছাড়া জব্দ করা হয় তিনটি ইঞ্জিনচালিত নৌকা, যা পদ্মা নদীর চরাঞ্চলে তাদের যাতায়াত এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

আটক তিনজনকে এবং জব্দকৃত সব সামগ্রীকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপের অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক পাচার এবং সহিংস কর্মকাণ্ড চালানোর অভিযোগ ছিল। সেনাবাহিনীর সফল এই অভিযান এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।