সেনা সহায়তায় নিজভূমে ফিরে আসা ২৫টি বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সেনা সহায়তায় নিজভূমে ফিরে আসা ২৫টি বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সেনা সহায়তায় নিজভূমে ফিরে আসা ২৫টি বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তাণ্ডবের ভয়ে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো সেনাবাহিনীর সহায়তায় ধীরে ধীরে ফিরে আসছে নিজ নিজ ঘরে। তবে নির্দিষ্ট সময়ে জুম চাষ করতে না পারায় এসব পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সেনাবাহিনী এসব পরিবারকে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই অংশ হিসেবে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বাধীন বাকলাই পাড়া আর্মি ক্যাম্প থেকে শুক্রবার (১৮ জুলাই) বাকলাই সাব-জোনের সিত্লাংপি, প্রাতা, থাংদুই ও বাকলাই পাড়াসহ মোট চারটি গ্রামের ২৫টি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সহায়তার মধ্যে ছিল সিদ্ধ চাল ৫০ কেজি, ৫ কেজি করে মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু ও লবণ।

সেনা সহায়তায় নিজভূমে ফিরে আসা ২৫টি বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

শুধু তাই নয়, এই পরিবারগুলোকে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করে সেনাবাহিনী। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ক্যাম্পের পক্ষ থেকে।

স্থানীয় পাড়ার প্রধান থংলিয়ান বম বলেন, “গত বছর এপ্রিল-মে মাসে আমরা গ্রামে ফিরে আসি। কিন্তু জুম কাটার সময় পেরিয়ে যাওয়ায় চাষ করতে পারিনি। অনেক কষ্ট করেছি। সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে, খাদ্য দিয়েছে, ওষুধ দিয়েছে, এমনকি যারা পালিয়ে গিয়েছিল তাদের ফিরিয়ে আনার চেষ্টাও করছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।”

সেনা সহায়তায় নিজভূমে ফিরে আসা ২৫টি বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

এ প্রসঙ্গে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “পাহাড়ে জননিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “বাকলাই পাড়া সাব-জোনের অন্তর্গত প্রতিটি পাড়ায় ও সম্প্রদায়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের পাশে থাকা আমাদের পবিত্র দায়িত্ব।”

প্রসঙ্গত, পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীদের কর্মকাণ্ডে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা পাহাড়ে শান্তি ও আস্থার নতুন দিগন্ত উন্মোচন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed