ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী অভিযান জোরদার, একের পর এক শীর্ষ নেতা নিহত
![]()
নিউজ ডেস্ক
২০২৬ সালের মধ্যেই ভারতকে মাওবাদী সন্ত্রাসমুক্ত করার ঘোষণার পর দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বড় পরিসরে মাওবাদী দমন অভিযান পরিচালনা করছে ভারতীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশ। গত ছয় মাসে ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা)’ এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী বিরোধী বিশেষ ইউনিট ‘জাগুয়ার’-এর লাগাতার অভিযানে নিহত হয়েছে একাধিক শীর্ষ নেতা। গ্রেফতার করা হয়েছে অন্তত ২০০ জন মাওবাদী সদস্যকে।
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, বর্তমানে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা ৫৫ জন মাওবাদীর মধ্যে ৮০ শতাংশই ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর সক্রিয় সদস্য। বাকি সদস্যরা তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি (টিএসপিসি), পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএলএফআই) ও ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদ (জেজেএমপি)-এর অন্তর্ভুক্ত। তালিকার শীর্ষ চার মাওবাদীর প্রত্যেকের মাথার মূল্য এক কোটি রুপি পর্যন্ত ঘোষণা করেছে প্রশাসন।
অভিযান চলাকালে মে মাসে ছত্তিশগড়ের অবুঝমাড় এলাকায় ভারতের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন। এর কিছুদিন পরেই ঝাড়খণ্ডের লাতেহার জেলায় বাহিনীর গুলিতে মারা যান আরেক শীর্ষ নেতা পাপ্পু লোহার।
ঝাড়খণ্ড পুলিশের ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) মাইকেল রাজ গণমাধ্যমকে জানান, “শুধুমাত্র বোকারো জেলায় পৃথক অভিযানে ১০ জনের বেশি শীর্ষ মাওবাদী নিহত হয়েছে।” পুলিশের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে আত্মসমর্পণ করেছে ১০ জন মাওবাদী, উদ্ধার করা হয়েছে ১১৩টি আগ্নেয়াস্ত্র, ৮,৫০০ রাউন্ড গুলি এবং প্রায় ১৭৭ কেজি বিস্ফোরক দ্রব্য।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে মাওবাদী সন্ত্রাসমুক্ত করা হবে। সেই লক্ষ্যে মাঠপর্যায়ে ঝাড়খণ্ডসহ মাওবাদী-অধ্যুষিত রাজ্যগুলোতে অভিযান জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু জেলায় কয়েক দশক ধরেই মাওবাদীদের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস ও গেরিলা তৎপরতা ছিল অন্যতম নিরাপত্তা চ্যালেঞ্জ। সম্প্রতি চলমান সফল অভিযানে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে এদের কার্যক্রম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।