ঢাকা ও নারায়ণগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: অস্ত্রসহ গ্রেফতার ২
![]()
নিউজ ডেস্ক
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী। এ সময় গ্রেফতার করা হয়েছে অন্তত দুইজন সক্রিয় সন্ত্রাসী সদস্যকে।
গত ১৮ জুলাই রাত আনুমানিক ১টায় রাজধানীর ভাসানটেক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ‘বাবলু গ্রুপ’ নামে একটি স্থানীয় সন্ত্রাসী চক্রের দুই সদস্য মো. আমির হামজা ইয়ামিন (২৫) ও মো. তানভীর আহমেদ সবুজ (২৭)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ৬ রাউন্ড অ্যামোনিশন এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা ও স্থানীয় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
অন্যদিকে একই রাতে, আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া, কয়েতপাড়া ও রূপগঞ্জ এলাকায় আরও একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে টার্গেট করা হয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীম’-এর বাসা। অভিযানের সময় শামীম পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাসা থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড অ্যামোনিশন, নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা, ৩০ লক্ষ টাকার একটি চেক ও একটি পাসপোর্ট।
সেনাবাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অপরাধমূলক তৎপরতা সম্পর্কে যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে গৃহীত এই ধরনের টার্গেটেড অভিযান বেড়েছে। এতে করে অপরাধ দমনে কার্যকর অগ্রগতি হচ্ছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের মত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।