লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলার লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে জোন সদর ও বিভিন্ন এলাকায় গিয়ে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে সেলাই মেশিন, ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।

এই উদ্যোগের আওতায় ২টি ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন সরবরাহ করা হয়। পাশাপাশি ২ জন পাহাড়ি ও বাঙালি নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ১২টি পরিবারকে নগদ আর্থিক অনুদান দেওয়া হয়।

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জোন কমান্ডার শিলাছড়ি মুসলিম পাড়ার রেজাউল করিম ও শিলাছড়ি মারমা পাড়ার রুইচাই মারমার বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, “লক্ষ্মীছড়ি জোন সবসময় এই অঞ্চলের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।”

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সেনাবাহিনীর এই কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ ধরনের সহায়তা শুধু দুঃসময়ে পাশে দাঁড়ানোই নয়, এটি সমাজে বন্ধন তৈরি করে, ভরসা জোগায়।”

লক্ষ্মীছড়ি জোনের এই কার্যক্রমকে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহযোগিতা এবং উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছে স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।