শেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গা ঠেলে পাঠিয়েছে বিএসএফ

শেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গা ঠেলে পাঠিয়েছে বিএসএফ

শেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গা ঠেলে পাঠিয়েছে বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ।

পরে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে ছয়টি পরিবারের পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যান, সেখানে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতেন। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার হন। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে দেশটির পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, আটকদের দেওয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শেরপুরের সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।

এর আগে ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১১ নারী-পুরুষকে ঠেলে পাঠায় বিএসএফ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed