গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত অভিযানে স্বাভাবিক হয় পরিস্থিতি
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিলা বাজার সংলগ্ন এলাকায় আজ রাতে একটি বিশাল বটগাছ ও বৈদ্যুতিক পিলার হঠাৎ করে রাস্তার উপর ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছটি উপড়ে পড়ার সময় একটি বড় বৈদ্যুতিক পিলারও ধসে পড়ে। এ দুর্ঘটনায় অন্তত সাতজন ব্যক্তি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বেলকুচি আর্মি ক্যাম্পের পেট্রোলরত সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় গাছ এবং বিদ্যুৎ খুঁটি অপসারণ করে রাস্তা থেকে প্রতিবন্ধকতা দূর করে এবং যানজট নিরসন করে।
সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপে বিপর্যস্ত এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই মানবিক ও তাৎক্ষণিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো দুর্যোগ কিংবা বিপদে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের কর্তব্য এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।