সিরাজগঞ্জে ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সিরাজগঞ্জে ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সিরাজগঞ্জে ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের উদ্যোগে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২৮ জুলাই) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পে স্থানীয় প্রায় ২ হাজার জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, প্রসূতি রোগ, দন্ত এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

সিরাজগঞ্জে ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, চরাঞ্চল হওয়ায় এই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যসেবার তেমন কোনো সুযোগ নেই। এক বছর আগে একটি হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও সেখানে এখনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। ব্যবহার না করার কারণে অনেক চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে নষ্ট হতে বসেছে।

সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে ১১ পদাতিক ডিভিশনের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণের কল্যাণে এ ধরনের আরও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।”

এই মানবিক উদ্যোগ সেনাবাহিনীর জনকল্যাণমূলক ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।