লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত দুই শতাধিক পাহাড়ি-বাঙালি জনগণ
 
                 
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন কর্তৃক আয়োজিত একদিনের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ।
আজ সোমবার (২৮ জুলাই) লংগদু জোনের আওতাধীন দাঙ্গাবাজার এলাকায় সেনাবাহিনীর এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা সেবায় অংশ নেন সেনাবাহিনীর ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসক ক্যাপ্টেন তাসনিয়া এবং লংগদু জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. নাভিদ নেওয়াজ।
ক্যাম্পে চুলকানি (স্ক্যাবিস), ব্যথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা প্রভৃতি নানা ধরনের রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা জানান, দীর্ঘদিন পর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
