নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।’

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’’ উপলক্ষে নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় দেশের উপকূলীয় এলাকার চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে আজ সোমবার (২৮ জুলাই ) চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পগুলোতে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা হতে ২ শতাধিক চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস এবং মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

এসময় এলাকাবাসী বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। এটি নৌবাহিনীর মানবিক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌ বাহিনী পক্ষ হতে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।