আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন
![]()
নিউজ ডেস্ক
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান–২০২৫’ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার মুরং কমপ্লেক্স এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) দিনব্যাপী আলীকদম জোন ও সিএমএইচ, আলীকদমের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

মোট ২৩৬ জন রোগী — যাদের মধ্যে ৩০ জন পুরুষ, ১৮০ জন মহিলা এবং ২৬ জন শিশু — এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসা সেবা শেষে আলীকদম সিএমএইচ-এর মেডিকেল অফিসার উপস্থিত সবার মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। একইসাথে, তিনি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান জানান।
স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে জানান, দুর্গম অঞ্চলের মানুষের জন্য এমন চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী।

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সেনাবাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করে।
এই আয়োজন সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মত দেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।