আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন

আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন

আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান–২০২৫’ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার মুরং কমপ্লেক্স এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫) দিনব্যাপী আলীকদম জোন ও সিএমএইচ, আলীকদমের যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন

মোট ২৩৬ জন রোগী — যাদের মধ্যে ৩০ জন পুরুষ, ১৮০ জন মহিলা এবং ২৬ জন শিশু — এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসা সেবা শেষে আলীকদম সিএমএইচ-এর মেডিকেল অফিসার উপস্থিত সবার মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। একইসাথে, তিনি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে জানান, দুর্গম অঞ্চলের মানুষের জন্য এমন চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী।

আলীকদমের মুরং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২৩৬ জন

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সেনাবাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করে।

এই আয়োজন সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মত দেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।