রাঙামাটির নানিয়ারচরে ৭৫০ জন পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুতুকছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে কুতুকছড়ি এলাকায় এ ক্যাম্পের আয়োজন করে ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন নানিয়ারচর জোন।
চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিকেল টিম। ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
মোট ৭৫০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যাদের মধ্যে ২৯০ জন বাঙালি এবং ৪৬০ জন পাহাড়ি নারী, পুরুষ ও শিশু ছিলেন।
চিকিৎসা সেবার আওতায় সাধারণ সর্দি-কাশি, জ্বর, ব্যথা, চর্মরোগ, রক্তস্বল্পতা, গ্যাস্ট্রিকসহ বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এদিন দুপুরে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা অসহায় ও হতদরিদ্র রোগীদের সাথে কথা বলেন।
এসময় তিনি ভবিষ্যতেও রাঙামাটিবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়ন সবসময় পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবে।
সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। তারা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।
রাঙামাটি রিজিয়নের এক সেনা কর্মকর্তা জানান, “অঞ্চলের মানুষের পাশে থেকে শান্তি ও উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।