সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের জেরে যৌথবাহিনীর অভিযান, আটক ৫
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ পৌর এলাকার পুরাতন ভাঙাবাড়ি ও নতুন ভাঙাবাড়ী মহল্লার দুই পক্ষের মধ্যে চলমান সংঘর্ষের জেরে শুক্রবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সংঘর্ষের তৃতীয় দিন রাতের উত্তেজনাকর পরিস্থিতিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনদিন ধরে চলা দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যৌথবাহিনী অভিযান শুরু করে।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, হেলমেট ও লোহার রড উদ্ধার করেছে বাহিনী। এসব সরঞ্জাম সংঘর্ষের জন্য পূর্বেই লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, শহর এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর অভিযান চালানো একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ, যা পরিস্থিতির গুরুতরতা ও নিয়ন্ত্রণহীনতার দিকটি স্পষ্ট করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।