রাঙামাটির বরকলে ইউপিডিএফের চাঁদা দাবি; বন্ধ টেলিকম নেটওয়ার্ক, ভোগান্তিতে স্থানীয়রা

রাঙামাটির বরকলে ইউপিডিএফের চাঁদা দাবি; বন্ধ টেলিকম নেটওয়ার্ক, ভোগান্তিতে স্থানীয়রা

রাঙামাটির বরকলে ইউপিডিএফের চাঁদা দাবি; বন্ধ টেলিকম নেটওয়ার্ক, ভোগান্তিতে স্থানীয়রা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের চাঁদাবাজির কারণে রবি ও এয়ারটেল কোম্পানির টেলিকম নেটওয়ার্ক সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত ১৫ জুলাই থেকে বরকলের ৫টি ইউনিয়নে মোবাইল টাওয়ারগুলো অচল থাকায় কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইউপিডিএফ অন্তত ৮টি টাওয়ার পরিচালনার জন্য রবি কোম্পানির কাছে ৬ কোটি টাকা চাঁদা দাবি করেছে। অতীতেও তারা পার্বত্য চট্টগ্রাম থেকে মোবাইল অপারেটরদের কাছ থেকে চাঁদা আদায় করে আসলেও সম্প্রতি চাহিদার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার অভাবে কোম্পানির টেকনিশিয়ানরা টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজ করতে না পারায় নেটওয়ার্ক কার্যত বন্ধ রয়েছে।

এর ফলে প্রশাসনিক কার্যক্রম, অনলাইন শিক্ষা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সাধারণ যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষায় পাহাড়ি ঢলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা আরও দুর্ভোগে পড়েছে।

এই পরিস্থিতির পেছনে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি ও অপহরণকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত কয়েক মাসে রবি কোম্পানির চারজন টেকনিশিয়ান ইউপিডিএফ সন্ত্রাসীদের হাতে অপহৃত হন—যার মধ্যে রয়েছে মানিকছড়ি ও ফটিকছড়ির ঘটনা। অপহৃতদের মুক্তির দাবিতে টেলিকম কর্মচারী ইউনিয়ন একাধিকবার প্রতিবাদ জানিয়েছে।

প্রসঙ্গত, টেলিকম সেবায় নিরাপত্তা নিশ্চিত না হলে পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল সংযুক্তি আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed