পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ভাড়াটে সেনা ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি

পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ভাড়াটে সেনা ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি

পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ভাড়াটে সেনা ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আবারও রাশিয়ার বিরুদ্ধে বিদেশি সেনা ব্যবহারের অভিযোগ তুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে উত্তর কোরিয়ার নিয়মিত বাহিনী নয়, মস্কোর হয়ে এবার যুদ্ধ করছে পাকিস্তান, চীন ও আফ্রিকার ভাড়াটে সেনা (মার্সেনারি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে সোমবার (৪ আগস্ট) এমন দাবিই করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভের উত্তরপূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র ভভশানস্ক পরিদর্শন শেষে জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং লড়াইয়ের গতিপ্রকৃতি নিয়ে সেখানকার কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন এবং আফ্রিকা মহাদেশের ভাড়াটে সেনাদের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন আমাদের যোদ্ধারা। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের বাহিনীতে চীনা সেনা নিয়োগের জন্য অভিযোগের তীর ছুড়েছিলেন জেলেনস্কি। মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া না গেলেও বেইজিং তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, গত বছর থেকেই কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরীয় সেনাদের যুদ্ধ করার অভিযোগ রয়েছে।

জেলেনস্কির অভিযোগের প্রেক্ষাপটে ইউক্রেনে অবস্থিত তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।