নাইজেরিয়াতে মোটরবাইক আরোহী অস্ত্রধারীদের হামলায় নিহত ১১, অপহৃত ৭০
![]()
নিউজ ডেস্ক
নাইজেরিয়াতে মোটরবাইকে আরোহী অস্ত্রধারীরা অন্তত ১১ জনকে গুলি করে হত্যা এবং ৭০ জনকে অপহরণ করেছে। ভুক্তভোগীদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিনিধিকে স্থানীয় বাসিন্দা ইসা সানি বলেছেন, শনিবার (২ আগস্ট) রাতে ঝামফারা প্রদেশের সাবোনগারিন দামরি গ্রামে একদল মোটরবাইক আরোহী এসে অতর্কিত গুলি শুরু করে। এলোপাথাড়ি গুলিতে অনেকের মৃত্যু ঘটে। যাওয়ার আগে তারা আমাদের নারী ও শিশুদের অপহরণ করে নিয়ে গেছে।
ঘটনার ভুক্তভোগী সাফিয়ানু ইবরাহিম ফোনে জানিয়েছেন, হামলায় অন্তত ১১ জনের প্রাণ গেছে। হামলাকারীরা আমার পায়ে গুলি করে আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। চারদিকে গোলাগুলি হচ্ছিল। আমি কোনও রকম প্রাণে বেচেছি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃতদের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ইসা বলেছিলেন, সবাই নীরব হয়ে রয়েছে। তাদের ভাগ্যে কী ঘটেছে, আমরা জানি না।
সাবোনগারিন দামরি গ্রামের প্রথাগত প্রধান শেহু মুসা নারী-পুরুষসহ ৬০ জনের বেশি মানুষের অপহরণের তথ্য নিশ্চিত করেছেন।
নাইজারের সীমান্তবর্তী ঝামফারা প্রদেশ গত কয়েকবছরে সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এতে সেখানকার কৃষিকাজ এবং ভ্রমণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হাজারো মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে।
নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ওই এলাকায় ব্যাপক অপহরণ, হত্যা এবং অস্থিরতায় টালমাটাল অবস্থায় রয়েছে। স্থানীয়ভাবে ব্যান্ডিট (ডাকাত) নামে পরিচিত অস্ত্রধারীরা গত কয়েকবছরে কয়েকশ লোককে হত্যা এবং হাজারো মানুষকে অপহরণ করেছে। অনেক ক্ষেত্রে তারা অপহৃতদের মাসের পর মাস আটকে রেখে মুক্তিপণের দাবি করেছে।
হামলার বিষয়ে বক্তব্য জানতে ঝামফারা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যপাশ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।