ব্রাহমোস ক্ষেপণাস্ত্র দিয়ে হুঁশিয়ারি মোদির, পাকিস্তানকে ‘ভয়াবহ পরিণতির’ বার্তা

ব্রাহমোস ক্ষেপণাস্ত্র দিয়ে হুঁশিয়ারি মোদির, পাকিস্তানকে ‘ভয়াবহ পরিণতির’ বার্তা

ব্রাহমোস ক্ষেপণাস্ত্র দিয়ে হুঁশিয়ারি মোদির, পাকিস্তানকে ‘ভয়াবহ পরিণতির’ বার্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৈরী প্রতিবেশী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি আবার কোনো ‘অন্যায়’ করার চেষ্টা করে, তবে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেবে।

নিজের নির্বাচনী এলাকা বেনারসে বিজেপির আয়োজিত এক নির্বাচনী সমাবেশে রোববার এই বার্তা দেন মোদি। তিনি বলেন, “অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের সামরিক সক্ষমতা দেখেছে। এখন ভারত নিজের প্রযুক্তিতে তৈরি করছে শক্তিশালী ব্রাহমোস ক্ষেপণাস্ত্র। লক্ষ্ণৌতে উৎপাদিত এই ক্ষেপণাস্ত্র এমনই শক্তিশালী যে, এর শব্দ শোনামাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান যদি ফের অন্যায় করে, তবে এই ক্ষেপণাস্ত্র তাদের ঘুম থেকে নয়, অস্তিত্ব থেকেও সরিয়ে দিতে পারে।”

মোদি যে সময় এই মন্তব্য করলেন, তার ঠিক দুই সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক ভারতীয় পর্যটক নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী। হামলার পর প্রতিক্রিয়ায় ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত, যেখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবের কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ৩৫ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।

এর জবাবে ৬ জুন পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। ওই অভিযানে ভারতের রাজস্থানে ১৫ জন নিহত হয়। পাল্টাপাল্টি হামলার মধ্যস্থতায় ৯ জুন যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ, তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত।

উল্লেখ্য, মোদির এই ব্রাহমোস হুমকির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।