টেকনাফ সীমান্তে রোহিঙ্গা যুবকের কাছ থেকে ৯ এমএম পিস্তলের গুলি উদ্ধার, আটক ১

টেকনাফ সীমান্তে রোহিঙ্গা যুবকের কাছ থেকে ৯ এমএম পিস্তলের গুলি উদ্ধার, আটক ১

টেকনাফ সীমান্তে রোহিঙ্গা যুবকের কাছ থেকে ৯ এমএম পিস্তলের গুলি উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলিসহ মো. আমীন নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে হোয়াইক্যং বিওপির আওতাধীন ওবিএম চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. আমীন কক্সবাজারের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আমির হাকিমের ছেলে। বিজিবি জানায়, সীমান্তে চলমান অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে জোরদার টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি নৌকা করে সীমান্ত অতিক্রম করতে থাকা আমীনকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার দেহ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা যুবক গুলি বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রাখার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের একটি চক্র অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক তৎপরতায় এসব অপরাধ দমনে অগ্রগতি দেখা যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed