ভারতের আসামে পৃথক দুই অভিযানে ৭ কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ, আটক ৫
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের কাশার জেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট পাঁচ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
কাশার জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে ২১৬ গ্রাম হেরোইন এবং ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।”
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী উত্তর–পূর্ব ভারতে মাদক পাচার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাশারসহ আসামের বিভিন্ন জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।