কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে প্রার্থনার সময় ব্লগার পাইশিখই মারমার ওপর জেএসএসের সন্ত্রাসী হামলা

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে প্রার্থনার সময় ব্লগার পাইশিখই মারমার ওপর জেএসএসের সন্ত্রাসী হামলা

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে প্রার্থপাইশিখই মারমার উপর হামলার নিন্দা জানালো পিসিসিপি, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিনার সময় ব্লগার পাইশিখই মারমার ওপর জেএসএসের সন্ত্রাসী হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ৩নং বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনা করতে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন পাহাড়ের সুপরিচিত ব্লগার ও ইউটিউবার পাইশিখই মারমা (২৩)। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে মাথায় আঘাত করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি চিকিৎসা শেষে নিরাপদে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে স্ত্রীকে নিয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসেন পাইশিখই। এই সময় ১৫-২০ জন সশস্ত্র জেএসএস সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। স্থানীয় সূত্র জানায়, এই হামলার নেতৃত্ব দেয় কাপ্তাই অঞ্চলের জেএসএস কমান্ডার পাইপ্রু মারমা ওরফে খ্যইপাইং, যার বাড়ি রাজস্থলীর তংবোশে পাড়ায়।

অপহরণের সময় পাইশিখই পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশকে ফোন করে জীবন রক্ষার জন্য আকুতি জানান। দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলে বিজিবি ও স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হয়। সন্ত্রাসীরা অপহরণে ব্যর্থ হয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত পাইশিখইকে বিজিবি সদস্যরা উদ্ধার করে প্রথমে ক্যাম্পে ও পরে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসা শেষে কিছুটা সুস্থবোধ করলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাইশিখই মারমা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে।

পাহাড়ে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড ও ব্লগ-ভিডিওর মাধ্যমে জেএসএস ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করায় দীর্ঘদিন ধরেই সে হুমকির মুখে ছিলেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল জানান, “আমরা খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করি। যতটুকু জানতে পেরেছি, জেএসএস সন্ত্রাসীরা তাকে মারধর করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। আহত পাইশিখই মারমা জানিয়েছেন, তিনি বর্তমানে অসুস্থ। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, পাহাড়ে মত প্রকাশের স্বাধীনতায় সক্রিয় ব্যক্তিদের ওপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এ ধরনের আক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে, যা স্বাধীন মতামতের ওপর একটি সরাসরি হুমকি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed