উত্তরাখণ্ডে ক্লাউডব্রাস্টের পর আকস্মিক বন্যা: ৯ সেনাসহ নিখোঁজ ১৫০ জনের বেশি
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ ক্লাউডব্রাস্ট বা আকস্মিক ভারি বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় একটি পুরো গ্রাম পানির তোড়ে ভেসে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন ১৫০ জনেরও বেশি, যাদের মধ্যে ভারতের ৯ জন সেনা সদস্যও রয়েছেন।
মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার হারসিল অঞ্চলে এই বিপর্যয় ঘটে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ধারাইল গ্রাম, যেটি হারসিল সেনা ক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষীর গঙ্গা নদীর জলাধারে ক্লাউডব্রাস্ট হওয়ার পর দ্রুত স্রোতে পাহাড়ি ঢল নামে এবং পুরো এলাকা প্লাবিত হয়। রাস্তা, হোটেল, রেস্তোরাঁসহ গ্রামটির বড় একটি অংশ বন্যার পানিতে ভেসে যায়।
বন্যায় হারসিল সেনা ক্যাম্পেও ভয়াবহ প্রভাব পড়ে এবং সেখানে অবস্থানরত ৯ জন সেনা সদস্য নিখোঁজ হন। স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবল পানির স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। প্রচণ্ড গতি ও উচ্চতায় নেমে আসা পাহাড়ি ঢলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে খারাপ আবহাওয়ার কারণে এখনো পর্যন্ত উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজে অংশগ্রহণকারী দলগুলো জীবিতদের সন্ধান ও মৃতদেহ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ক্লাউডব্রাস্ট একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যা হিমালয় অঞ্চলজুড়ে বিশেষত বর্ষা মৌসুমে প্রায়ই ঘটে থাকে। অল্প সময়ের মধ্যে সীমিত এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হঠাৎ বন্যা সাধারণত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের দুর্যোগের প্রকোপ আরও বাড়ছে।
ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য প্রশাসন উত্তরাখণ্ডে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।