রাবিপ্রবিতে উন্নয়ন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) চলমান উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সভাকক্ষ-১ এ এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (ভা.) আবদুল গফুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. জামশেদ আলম পাটোয়ারী, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি জোনের সেনা কর্মকর্তা মেজর মিনহাজ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন, ডিজিএফআই এর উপ-পরিচালক মোহাম্মদ ইফতেখার, ইইডি’র নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলোজ্যোতি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তফা, সুমন চাকমা ও মোঃ মনিরুল ইসলাম।
এছাড়া রাবিপ্রবি’র সহকারী প্রকৌশলী দিনেশ চাকমা, নিকেতন চাকমা ও মনজুরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমে নিরাপত্তা জোরদার, সমন্বিত তদারকি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এর আগে, ২৬ জুন বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নির্মাণাধীন মূল ক্যাম্পাসে চাঁদার দাবিতে সশস্ত্র মহড়া চালিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। রাত পৌনে ১১টার দিকে অস্ত্রধারী সাতজন সন্ত্রাসী ক্যাম্পাসে প্রবেশ করে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এর মাত্র কয়েক মাস আগে, গত ১১ মে রোববার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চলমান একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণকাজে কোটি টাকার চাঁদা দাবি করে সশস্ত্র হামলা ও হুমকি দেয় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য অঞ্চলের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর বিরুদ্ধে। ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করে অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি দল। তারা ঠিকাদার প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হামলার হুমকি দেয়। এসময় উপস্থিত শ্রমিক-কর্মচারীরা আতঙ্কে কাজ বন্ধ করে দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় রাবিপ্রবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এমই-আরবি জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে তিনতলা একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণকাজ পরিচালনা করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।