রাবিপ্রবিতে মুছে ফেলা হলো জুলাই-আগস্ট আন্দোলনের গ্রাফিতি, শিক্ষার্থীদের ক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের স্মারক গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত উপ-রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা ও সহকারী প্রকৌশলী দিনেশ চাকমার অপসারণ দাবি করছে শিক্ষার্থীরা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে নতুন রঙ করার সময় ওই গ্রাফিতি মুছে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুদিন আগে জুলাই আন্দোলনকে ধারণ করে একটি নতুন ম্যুরাল স্থাপন করলেও এবার গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থীরা বিস্মিত ও হতবাক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে ক্যাম্পাসে এটাই ছিল আমাদের অভিনব প্রতিবাদ। কিন্তু গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে তা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।”

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের আবেগে আঘাত করে নতুন কোনো অজুহাত আমরা মেনে নেব না। এর সঙ্গে জড়িতদের শাস্তি ও অপসারণ চাই। ‘জবাব চাই—জবাব চাই।’ অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি আসছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, “ঘটনার জন্য আমরা দুঃখিত। গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা আমার ছিল না। মিস্ত্রিকে অন্য পাশের রঙের কাজের জন্য বলা হয়েছিল, কিন্তু ভুলবশত পুরো দেয়াল রং করে ফেলে। আমারও দেখে খারাপ লেগেছে। দ্রুতই আমরা একটি গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠান করে নতুন করে গ্রাফিতি তৈরি করব।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।