লংগদুতে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবার ও আশেপাশের এলাকায় থাকা মোট ৩১০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে দুপুরের রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত রান্না করা খাবার বিতরণ করেন ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ চৌধুরী।

বিতরণকৃত খাবারের মধ্যে ছিল ভাত, মুরগী, ডালসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আইয়ুব আলী, ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
এছাড়াও সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত লংগদু জোনের মেজর রিফাতউদ্দীন আহমেদ লিওন এর নেতৃত্বে ১৬০টি পরিবারকে (যার মধ্যে ৮০টি আশ্রয়কেন্দ্রের পরিবার ও ৮০টি ক্যাম্প আশেপাশের পরিবারের) ত্রাণ সামগ্রী হিসেবে চাল, চিড়া, গুড়, বিস্কুট এবং স্যালাইন বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রাণপ্রাপ্ত ও আশ্রয় কেন্দ্রের মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্যার মতো দুর্যোগে দ্রুত ও সঠিক সময়ে পানি নিয়ন্ত্রণের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, প্রতিবছর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় যা স্থানীয় মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের পাশে দাঁড়ানোর স্পষ্ট নিদর্শন বলে মনে করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।